উদ্দেশ্য ও লক্ষ্য

  1.  প্রধান ও মূল লক্ষ্য আল্লাহ তা'লার রেজামন্দি ও সন্তুষ্টি অর্জন করা।
  2. ইসলাম প্রচার এবং মানুষ কে ইসলাম সম্পর্কে জানানো। বর্তমান বিশ্বে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মের প্রচার-প্রসার করছে বিভিন্ন উপায়ে। তাদের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে অনলাইন বিশ্ব কারণ এখানে প্রতিদিন কোটি কোটি মানুষের সমাগম হয়। তাই ইনশা প্রতিযোগিতা চায় এই কোটি কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছাত।
  3. বর্তমান যুগে যখন বাতিল কলমি শক্তি ক্রমশ এগিয়ে যাচ্ছে তখন ইসলামের মহত্ত্ব, সৌন্দর্য, ও রাসূল স. এর সুমহান আদর্শ কে মানুষের সামনে তুলে ধরতে আমাদের কে এগিয়ে আসঅতে হবে। ইনশা প্রতিযোগিতা মুসলমানদের কে দ্বীনী কলমি শক্তি তৈরিতে উদ্বুদ্ধ করে।
  4. ইনশ প্রতিযোগিতার সদস্যদের মধ্যে পারস্পারিক ভ্রাতৃত্ব, মুহাব্বত ও সহযোগীতার বন্ধন স্থাপন করা।